বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিনের অনুমোদন দিল ভারত

করোনা প্রতিরোধে জরুরিভিত্তিতে ব্যবহারের ভারত বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে।

জাইডাস ক্যাডিলার তৈরি তিন ডোজের জাইকভ-ডি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ‘ডিসিজিআই’। খবর বিবিসির।

খবরে বলা হয়, এই টিকা ১২ বছরের ওপরে সবাই নিতে পারবেন। এ নিয়ে মোট ৬টি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দিল দেশটির কেন্দ্রীয় সরকার।

গুজরাটের সংস্থা জাইডাস ক্যাডিলা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে এই ডিএনএ টিকা। তিন ডোজের এই টিকা ৬৬.৬ শতাংশ পর্যন্ত করোনা প্রতিরোধে করতে সক্ষম বলে দাবি উৎপাদনকারী প্রতিষ্ঠানের।

এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটবার্তায় বলেছেন, বিশ্বের প্রথম ডিএনএ কোভিড ভ্যাকসিন ভারতের বিজ্ঞানীদেরই কৃতিত্ব। এর মাধ্যমে করোনার বিরুদ্ধে ভারত পূর্ণ শক্তি নিয়ে লড়াই করতে পারবে।

এদিকে জাইকভ-ডি ভ্যাকসিন ছাড়পত্র পাওয়ায় খুশি চিকিৎসকরাও। ক্যাডিলা হেলথকেয়ার জানিয়েছে, এটি ভারতে ভ্যাকসিনের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করেছে, যাতে ৫০ টিরও বেশি কেন্দ্রে ২৮,০০০ স্বেচ্ছাসেবক অংশ নিয়েছেন। প্রতিবছর ১২০ মিলিয়ন ডোজ ডিএনএ টিকা তৈরি করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img