আফগানিস্তানে তালেবানের আগ্রাসন বাড়তে থাকায় দেশটিতে বসবাসরত মার্কিন নাগরিক ও দূতাবাস কর্মকর্তাদের দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় জার্মানি তাদের নাগরিক ও দূতাবাস কর্মীদের ফেরত আনতে সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছে।
যুক্তরাজ্য তাদের সেনার ৬০০টি ট্রপ পাঠিয়ে আফগানিস্তানে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের ফেরত আনবে বলে জানিয়েছে দেশটির সরকার।
একই অবস্থা ডেনমার্ক ও নরওয়েরও। তারাও সম্প্রতি আফগানিস্তানে তাদের দূতাবাস বন্ধ ঘোষণা করেছে। এদিকে দূতাবাসকর্মীদের ফেরত নিতেও শুরু হয়েছে তৎপরতা।
নাগরিকদের ফিরিয়ে নেয়ার লক্ষ্যে শিগগিরই তিন হাজার মার্কিন সেনা আফগানিস্তানে পাঠানো হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
তালেবান দমনে রীতিমতো হিমশিম খাচ্ছে আফগান সরকার। এরই মধ্যে বালখ প্রদেশের অনেকটাই ঘিরে ফেলেছে তালেবান যোদ্ধারা। তবে তালেবান হটাতে শীর্ষ কর্মকর্তাদের সহায়তার জন্য অঞ্চলটি পরিদর্শন করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
হোয়াইট হাউস মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘আমরা, দূতাবাস বন্ধ করছি না, এমনকি সব কর্মকর্তাকেও প্রত্যাহার করে নিচ্ছি না। আমরা কেবল এর পরিসর কমিয়ে আনছি। নিরাপত্তার স্বার্থে অধিকাংশ দূতাবাস কর্মকর্তাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দূতাবাসে বেসামরিক নাগরিকদের চলাচলও সীমিত করা হচ্ছে।’