তালেবানের সাথে ক্ষমতা ভাগাভাগি করতে চায় আফগান সরকার

আফগানিস্তানের অপ্রতিরোধ্য সশস্ত্র গোষ্ঠী তালেবানদের হাতে বৃহস্পতিবার (১২ আগস্ট) দেশটির আরেকটি প্রাদেশিক রাজধানী গজনী দখল হয়েছে।

আফগানিস্তানে অপ্রতিরোধ্য সশস্ত্র গোষ্ঠী তালেবানরা বৃহস্পতিবার (১২ আগস্ট) দেশটির আরেকটি প্রাদেশিক রাজধানী গজনী দখল করে নিয়েছে।  এ নিয়ে দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে ১০ টি দখল করে নিয়েছে তালেবানরা।  এদিকে তালেবানদের এমন অগ্রযাত্রার মধ্যেই অবশেষে আফগানিস্তানের বর্তমান আশরাফ গানি সরকার ওই সশস্ত্র গোষ্ঠীকে নতুন প্রস্তাব দিয়েছে।  সরকারি সূত্রের বরাতে বৃহস্পতিবার(১২ আগস্ট) আল জাজিরা জানায়, কাবুল সরকার তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে।

 এ নিয়ে দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে ১০ টি দখল করে নিয়েছে তালেবানরা।  এদিকে তালেবানদের এমন অগ্রযাত্রার মধ্যেই অবশেষে আফগানিস্তানের বর্তমান আশরাফ গানি সরকার ওই সশস্ত্র গোষ্ঠিকে নতুন প্রস্তাব দিয়েছে।  সরকারি সূত্রের বরাতে বৃহস্পতিবার(১২ আগস্ট) আল জাজিরা জানায়, কাবুল সরকার তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে।
বৃহস্পতিবার সরকারি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করতে কাবুল সরকারের এমন প্রস্তাবের খবর জানিয়েছে।  আল-জাজিরা জানায়, মধ্যস্থতাকারী হিসেবে কাতারের কাছে একটি প্রস্তাব জমা দিয়েছে আফগান সরকার।  আফগানিস্তানে সহিংসতা বন্ধের বিনিময়ে তালেবানদের ক্ষমতা ভাগ দেওয়ার কথা বলা হয়েছে।  যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘদিন ধরে সরকার ও তালেবানের মধ্যে কাতারে এই শান্তি আলোচনা চলছে।
গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা দেন ৩১ আগস্টের মধ্যে মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়বে।  বাইডেনের এ ঘোষণার পর থেকে তালেবান দেশটি নিজেদের দখলে নিতে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই শুরু করে। বৃহস্পতিবার(১২ আগস্ট) গজনী, মঙ্গলবার (১০ আগস্ট) একদিনেই তিনটিসহ এ পর্যন্ত মোট ১০টি প্রাদেশিক রাজধানীতে তালেবান তাদের পতাকা উড়িয়েছে।
গজনীর আগে তালেবানের হাতে পতন হওয়া প্রাদেশিক রাজধানীগুলো হচ্ছে—কাবুল থেকে দেড়শ কিলোমিটার উত্তরের বাগলান প্রদেশের রাজধানী পুল-ই-খুমরি, পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ফারাহের একইনামের রাজধানী ও অসমতল বাদাখসানের রাজধানী ফাইজাবাদ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img