তুরস্কের পশ্চিমে একটি যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে উল্টে পড়ে ১৫ জন নিহত হয়েছেন।
বালিকেসির প্রদেশের গভর্নরের কার্যালয় জানিয়েছে, রোববার (৮ আগস্ট) স্থানীয় সময় চারটা ৪০ মিনিটে বাসটি উল্টে যায়। জরুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। দুর্ঘটনাস্থলেই ১১ জন মারা যায়। আর হাসপাতালে মারা যায় আরও চারজন।
এছাড়া দুর্ঘটনায় আহত ১৭ জনকে পাঁচটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলুর মতে, ট্রাভেল কোম্পানি এফে তুরের বাসটি উত্তর তুরস্কের জংগুলডাক থেকে পশ্চিম তুরস্কের ইজমির যাচ্ছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ দুর্ঘটনায় তদন্ত চলছে।