টেস্ট ও ওয়ানডেতে জয়ের স্বাদ পেলেও টি-টোয়েন্টিতে এখনো অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি বাংলাদেশ। আসন্ন সিরিজে এবার সেটির সুযোগ দেখছেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো।
আজ রবিবার (১ আগস্ট) দলীয় অনুশীলনের ফাঁকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সেই আশার কথাই শোনালেন তিনি।
অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম এই সংস্করণে এখন পর্যন্ত বাংলাদেশ ও অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে মাত্র চারবার। তাও আইসিসির টুর্নামেন্টগুলোতে। এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলছে উভয় দল। পাঁচ ম্যাচের এই সিরিজটি শুরু হবে আগামী মঙ্গলবার (৩ আগস্ট) থেকে।
এই সিরিজে অজিদের মূল স্কোয়াডের অনেক তারকা ক্রিকেটারই নেই। ফলে মিরপুরে নিজেদের চেনা কন্ডিশনে তাদের হারানোর মোক্ষম সুযোগ দেখছেন টাইগার কোচ। অবশ্য বাংলাদেশ দলও অন্যতম তারকা ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও লিটন দাসকে পাচ্ছে না।
এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের মোক্ষম সুযোগ বলে মনে করেন জানিয়ে রাসেল ডমিঙ্গো বলেন, বাংলাদেশ অজিদের বিপক্ষে খেলার সুযোগ খুব কম পায়। তাই এটি আমাদের জন্য একটি বড় সিরিজ এবং জয়ের জন্য সেরা কম্বিনেশন খুঁজে বের করতে হবে। সবাই ভালো করার জন্য মুখিয়ে আছে।
দলে অভিজ্ঞ ক্রিকেটার কম থাকলেও অনভিজ্ঞরা বড় পারফর্ম করে চমক দিতে পারেন বলে আশা করছেন প্রধান কোচ। সৌম্য সরকার, নাঈম শেখ ও শরিফুল ইসলামদের ওপর আস্থা রাখছেন জানিয়ে তিনি বলেন, তরুণদের নিয়ে আমি আশাবাদী। লিটন ভালো করছে, সৌম্য ধারাবাহিকতা প্রদর্শন করছে, নাঈম শেখ ও শরিফুলরা ম্যাচ জেতার মত পারফরম্যান্স করায় দলের উন্নতি নিয়ে খুশি। তারা বড় পারফর্ম করতে পারলে অজিদের চাপে ফেলে হারাতে পারবো।