২৪ ঘণ্টায় রেকর্ড ২৩৭ ডেঙ্গু রোগী হাসপাতালে

দেশের বিভিন্ন হাসপাতালে আরো ২৩৭ জন নতুন ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে (৩১ জুলাই সকাল ৮টা থেকে ১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) রোগী ভর্তি হয়েছেন ২১৮ জন। আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৯ জন।

রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোহাম্মদ কারুল কিবরিয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সারাদেশে মোট রোগী ভর্তি আছেন ৮৬২ জন। এর মধ্যে রাজধানীতে ৮২৮ জন রোগী ভর্তি আছেন। আর ঢাকার বাইরে আছেন ৩৪ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সর্বমোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৮৯৫ জন। এরমধ্যে ২০২৯ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। এর মধ্যে ডেঙ্গু সন্দেহে চারটি মৃত্যুর ঘটনা পর্যালোচনা করছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইডিসিআর।

হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, বর্তমানে রাজধানীর সরকারি ও স্বায়িত্তশাসিত হাসপাতালে ১৯৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। রাজধানীর বেসরকারি হাসপাতালে ৬৩৩ জন রোগী ভর্তি আছেন।

এছাড়া মহানগর ব্যতীত ঢাকা বিভাগে রোগী ভর্তি আছেন ২০ জন। ময়মসসিংহ বিভাগে রোগী ভর্তি আছেন ৪ জন। চট্টগ্রাম বিভাগে ২ জন ও রাজশাহী বিভাগে ভর্তি আছে ৩ জন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি আছেন খুলনা বিভাগে ৫ জন। তবে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে কোন রোগী হাসপাতালে ভর্তি নেই।

হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার আরো জানায়, বছরের শুরু থেকে রাজধানীতে অদ্যবদি সরকারি হাসপাতালে ৫৩২ জন ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২২২৯ জন। সর্বোমোট ভর্তি হয়েছেন ২৮০১ জন। আর রাজধানীর বাইরে ভর্তি হয়েছেন ৯৪ জন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img