প্রসূতি নারীকে রক্ত দিয়ে আবারও মানবিকতায় পুলিশ

প্রসূতি কুলসুম বেগম (২২) নামের এক নারীর শরীরে রক্তশূন্যতা হয়েছে, তার শরীরে বি পজিটিভ রক্তের প্রয়োজন, এমন এক সংবাদ ফোনে পেয়ে রক্ত দিতে ছুটে গেলেন কোতোয়ালি থানার এক পুলিশ সদস্য।

রোববার (২৫ জুলাই) দিবাগত রাতে এ দায়িত্বশীল ভূমিকা পালন করেন কোতোয়ালি থানার ডিউটিরত অফিসার উপ-পরিদর্শক মোঃ সাদ্দাম হোসেন নামের এক পুলিশ সদস্য।

জানা যায়, কুলসুম বেগম নামের ওই প্রসূতি নারীর একটি ছেলে সন্তান হয়। ছেলে সন্তান হওয়ার পর কুসুমের স্বামী ওমর ফারুক শান্ত তার স্ত্রীর শরীরে রক্তশূন্যতা হওয়ায় ডাক্তার বি পজিটিভ রক্তের প্রয়োজন বলে জানান। ওমর ফারুক তা শুনার পর গভীর রাতে তার ব্যক্তিগত মোবাইল নম্বর ০১৮৮৭৯২৭৮৮৮ হতে কোতোয়ালী থানার সরকারী মোবাইল নম্বরে ফোন করে জানান যে, তার স্ত্রী মূমূর্ষ অবস্থায় আছে, এক্ষুনি বি পজিটিভ রক্তের প্রয়োজন। তাৎক্ষনিক ডিউটিরত অফিসার উপ-পরিদর্শক মোঃ সাদ্দাম হোসেন মানবিক দিক বিবেচনা করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গিয়ে এক ব্যাগ বি পজিটিভ রক্ত দিয়ে প্রসূতি নারী কুলসুম বেগমের জীবন বাঁচান। এবং এভাবেই মানবিক পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে কোতোয়ালী থানা পুলিশের ন্যায় সিএমপির অন্যান্য থানা পুলিশ সদস্যরা দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সার্বক্ষণিক জনগণের সহায়তায় এগিয়ে যাওয়ার জন্য মানবিক পুলিশ সদস্যরা প্রস্তুত বলে জানা যায়।

প্রসঙ্গত, শনিবার ২৪ জুলাই বিকাল সাড়ে ৩টায় প্রসূতির স্বামী ওমর ফারুক শান্ত পেশায় একজন দিন মজুর, বর্তমান চলমান লকডাউনে কোনো গাড়ি না পেয়ে, সে থানার সহযোগিতা চেয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিনের সরকারি মোবাইল নম্বরে সহযোগিতা চেয়ে ফোন করেন। পরবর্তীতে ওসির সহযোগিতার আশ্বাস পেয়ে শান্ত তার স্ত্রীকে নিয়ে কোতোয়ালী থানার সামনে এসে হাজির হন। পরে ওসি থানার এসআই আফরোজা চৌধুরী ও কনস্টেবল আনিসকে তার সরকারি গাড়িযোগে প্রসূতি কুলসুম বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img