ভারতে করোনায় মৃত্যু পাঁচ শতাধিক

ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭৪২ জন। দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেলেও দৈনিক মৃত্যুর সংখ্যা সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৫৩৫ জনের। বেশিরভাগ রাজ্যে সংক্রমণ কমলেও উদ্বেগ বাড়াচ্ছে কেরালা ও মহারাষ্ট্র। কেরালায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৫৩১ জন। অন্য দিকে মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৬৯ জন। অর্থাৎ এ দুই রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮০০, যা দেশের দৈনিক সংক্রমণের ৬২ দশমিক ৪০ শতাংশ। খবর আনন্দবাজার অনলাইনের।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২৫ জুলাই, রোববার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৩ লাখ ৭১ হাজার ৯০১। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২০ হাজার ৫৫১ জনের। ভারতে কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৬ দশমিক ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হারও কমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড সংক্রমণের হার ২ দশমিক ৩১ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার সংখ্যা সামান্য বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ৯৭২ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ৫ লাখ ৪৩ হাজার ১৩৮ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ ভারতে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এ মুহূর্তে ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৮ হাজার ২১২।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৭ লাখ ১৮ হাজার ৭৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ৫৬৭ জনের। অন্য দিকে এক দিনে দেশে ৫১ লাখ ১৮ হাজার ২১০ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৪৩ কোটি ৩১ লাখ ৫০ হাজার ৮৬৪ জন টিকা পেয়েছেন দেশে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img