চাকরির প্রলোভনে পতিতাবৃত্তি, ৯৯৯ এ ফোন পেয়ে ভিকটিম উদ্ধারে পুলিশ

চাকরির প্রলোভন দেখিয়ে জোর পূর্বক আটকে রেখে পতিতাবৃত্তি করায় ৯৯৯ এ ফোন পেয়ে সুরমা বেগম প্রঃ সুমি (৩৫), তানজিল হোসেন (২২) ও এমরান হোসেন (২১) নামের তিনজনকে আটক করেছে বায়েজিদ থানা পুলিশ।

শুক্রবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার সময় কৌশলে ভিকটিমের নিজের মোবাইল থেকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে তাৎক্ষণিক নগরীর বায়েজিদ থানাধীন ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তদের আটক করে পুলিশ।

জানা যায়, গত ৭ জুলাই চাকুরী দেওয়ার কথা বলে ভিকটিমের শ্বশুর বাড়ির এলাকায় বসবাসরত বিবাদীরা ভিকটিমকে বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ সোহাগের কলোনীতে আসামীর ভাড়াঘরে নিয়ে আসে। স্বামী অসুস্থ থাকায় তিনি বাধ্য হয়েই চাকরি খুঁজছিলেন। বিবাদীরা তাকে উক্ত বাসায় আটকে রেখে জোরপূর্বক পতিতাবৃত্তি করতে বাধ্য করে। ভিকটিম রাজি না হলে অপরাপর আসামীরা ভিকটিমকে মরধর করে। এরই ধারাবাহিকতায় গত ২২ জুলাই আসামীরা অপর একটি মেয়েকেও চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে আসে এবং একই কাজে বাধ্য করে। এ ব্যপারে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img