অলিম্পিকের প্রথম স্বর্ণপদক পেল চীন

টোকিও অলিম্পিকের প্রথম স্বর্ণপদক জিতল চীনের কিয়ান ইয়াং। ২১ বছর বয়সী কিয়ান নারীদের ১০ মিয়ার এয়ার রাইফেল প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছেন।

স্বর্ণপদক জিততে কিয়ান হারিয়েছেন রাশিয়ার আনাস্টাসিয়া গলাশিনাকে। তিনি পেয়েছেন রৌপ্যপদক। এছাড়া ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের শ্যুটার নিনা ক্রিস্টেন।

করোনাভাইরাসের কারণে এবার নিজেদের পদক নিজেদেরকেই তুলে নিতে হচ্ছে। ডায়াসের সামনে একটি ট্রেতে পদক রাখা থাকে। বিজয়ী নিজের পদক গলায় তুলে নেন। সঙ্গে ফুলের তোড়াও গ্রহণ করেন। সাধারণত, কোনও সম্মানিত ব্যক্তি বিজয়ীদের পদকগুলি তুলে দিতেন।

বাছাইপর্বে রেকর্ড গড়া নরওয়ের জেনেট হেগ ফাইনালে ভালো করতে পারেননি। ফাইনালে চতুর্থ স্থান অর্জন করেন তিনি। এদিকে রিও অলিম্পিকে যারা পদক জিতেছিলেন তাদের কেউ এবার ভালো করতে পারেননি। স্বর্ণপদক জেতা যুক্তরাষ্ট্রের ম্যারি টার্কার এবার ষষ্ঠ হয়েছেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img