আনোয়ারায় লকডাউনের প্রথম দিনে কঠোর প্রশাসন, ২৭ মামলায় ৬৬০০ টাকা জরিমানা

ঈদের পর সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথমদিনে কঠোর অবস্থানে আনোয়ারা উপজেলা প্রশাসন।

বিধি নিষেধ অমান্য করে অযথা গাড়ি নিয়ে ঘুরাঘুরি দায়ে ২৭ মামলায় ৬ হাজার ছয়শত টাকা জরিমানা আদায় করে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ জুলাই) উপজেলার কালাবিবির দিঘির মোড়, চাতরী চৌমহনী ও উপজেলা সদর, বন্দর সেন্টার, বটতলী, মালঘর বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবং সব বিধিনিষেধ কার্যকর করার লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় কয়েক ভাগে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। লকডাউনের ১ম দিনে মাঠে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউন অমান্য করায় বিভিন্ন যানবাহন ও ব্যক্তিকে ২৭টি মামলায় ৬ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img