হাটহাজারীতে সহিংসতার মামলায় হেফাজতকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে হাটহাজারী সদরের ফটিকা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃতের নাম মোহাম্মদ আসাদ। সে হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যা মামলারও আসামি বলে জানা গেছে।

র‌্যাব চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আফসার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সহিংসতায় মামলার আসামি আসাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরবিরোধী কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ হয়।

এ সময় হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলোতে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় সাড়ে ৪ হাজার মানুষকে আসামি করে হাটহাজারী থানায় ১০টি মামলা দায়ের করে পুলিশ। এতে জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করা হয়। ১০ মামলায় এ পর্যন্ত ৮৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img