পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পশু কোরবানি দেওয়ার পর পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর ট্রাফিক বিভাগ।
বুধবার (২১ জুলাই) সিএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগে নগরীর বিভিন্ন সড়কসমূহ জলকামানের মাধ্যমে জীবাণুনাশক পানি ছিটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
করোনাকালীন সময়ে পশু কোরবানির শেষে নগরকে পরিস্কার-পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত রাখতে সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর এর নির্দেশে, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথের নেতৃত্বে, সকাল থেকে এই কার্যক্রম পরিচালনা করা হয়। পশু কোরবানির পর বর্জ্য ও অন্যান্য আবর্জনা দ্রুত সময়ে সরিয়ে নেয়ার বিষয়ে নগরবাসীকে অনুরোধ জানান সিএমপি কমিশনার।