চন্দনাইশ প্রতিনিধি: মুজিববর্ষের অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ এই স্লোগানকে সামনে রেখে চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে চন্দনাইশে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ (১৭ জুলাই) শনিবার দুপুরে উপজেলা দোহাজারী পৌরসভা এলাকাসহ আশে পাশের বিভিন্ন এলাকায় গাছ রোপণের মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নিবার্হী অফিসার সাদিয়া ইসলাম। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সদস্য জাহেদুল ইসলাম নয়ন, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ নেতা মো.জাহিদুর রহমান চৌধুরী, সাঈদুর রহমান ওয়াহিদ, সম্রাট চৌধুরী, কাজি রুমি, ফরমান, ঈমন, সুকান্ত, গোফরানুল হাসিব, আবুল হাসান, ফয়সাল, ইলিয়াছ আরিফ, মিজানুর রহমান, ইব্রাহিম, হাছান মির্জা, মো.রাশেদ প্রমুখ।
এই সময় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি আন্দোলনে পরিণত করেছেন।
এ আন্দোলন পরিবেশ সুরক্ষায় দেশের ও বিশ্বের পরিপ্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের সবাইকে সম্পৃক্ত হতে হবে।