কক্সবাজার শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আশু আলী গ্রুপের প্রধান আশরাফ আলী ওরফে আশু আলী (২৫) নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি অস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ জুলাই) ভোরে বড়বিল এলাকায় এ ঘটনা ঘটে।
আশু আলী দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকার শরাফাত আলীর ছেলে। তিনি কক্সবাজারের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান বলেন, দীর্ঘ দিন ধরে এ শীর্ষ সন্ত্রাসী দাপিয়ে বেড়াচ্ছিল। সম্প্রতি শহরের রুমালিয়ারছড়ায় ডাবল মার্ডারেরও প্রধান আসামি তিনি। ভোরে তথ্যের ভিত্তিতে অভিযানে গেলে বড়বিল এলাকায় র্যাবের অবস্থান টের পেয়ে গুলি ছুঁড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে আশু আলীর মরদেহ, অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়।