চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের উদ্যোগে ১০০ জন অসহায় রিক্সাচালকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের এম.এ. আজিজ স্টেডিয়ামে শতাধিক রিক্সাচালকের মাঝে এই রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
এসময় তিনি বলেন, এ বর্ষা মৌসুমে ঝড়ে ভিজে রোদে কষ্ট পেয়ে রিক্সা চালক ভাইয়েরা কষ্ট পাচ্ছে।একটি রেনকোট পেয়ে তারা নিজেদের করে বৃষ্টি থেকে রক্ষা পাবে। এ করোনাকালীন সময়ে নিম্ন আয়ের মানুষ কষ্টে আছে। এমনিতে সরকার প্রতিটি সেক্টরে মানুষের জন্য কল্যাণকর কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ আওয়ামী লীগ ও ছাত্রলীগ যুবলীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এগিয়ে এসেছেন । সকলের সম্মিলিত প্রয়াস এ মহামারী মোকাবেলা করা সম্ভব। তাই আসুন আমরা মানুষের পাশে দাঁড়াই।
এই সময় উপস্থিত ছিলেন মোশারফ হোসেন, নুরুল হক মনির, ইয়াসিন আরাফাত বাপ্পী, কাম্বার হোসেন করি, ইকরামুল কবির।