চট্টগ্রামে একদিনে করোনায় আক্রান্ত ৮০২, মৃত্যু ৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮০২ জনের। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮১৯ জনে এবং শনাক্ত ৬৯ হাজার ৩৫৭ জনে।

শুক্রবার (১৬ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, বৃহস্পতিবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষায় ৮০২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৪৫২ ও উপজেলার ৩৫০ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮০ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১২৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৬৬ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৯০ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ৬৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২১ জন, অ্যান্টিজেন টেস্টে ৩৫১ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের একজনের শরীরে করোনা শনাক্ত হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img