নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তল্লা এলাকায় একটি তিন তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণে এক শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে। আজ শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আহতদের মধ্যে ছয়জনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বাকি ছয়জন প্রাথমিকভাবে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ সাহা বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, গ্যাসের সংযোগে লিকেজ ছিল। তবে ঠিক কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত বলা যাবে।
এসআই সোহাগ সাহা বলেন, বিস্ফোরণের ফলে রান্নাঘরের দেয়াল ধসে পড়ে। বিকট শব্দ শুনে এলাকাবাসী জড়ো হয়। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তল্লা এলাকায় শুক্রবার ভোরে একটি তিন তলা ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণে ঘরের দেয়ালে ফাটল দেখা দেয়। ছবি : এনটিভি
বিস্ফোরণস্থলে উপস্থিত ফতুল্লা কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আতিকুল ইসলাম বলেন, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, রান্না ঘরে চুলার সুইচ চালু ছিল। এ কারণেই হয়তো সারা ঘর গ্যাস ছড়িয়ে ছিল। পরে সকালে চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকায় নিরাপত্তার কারনে দ্রুত গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
ভবনটির তিনতলার বাসিন্দারা তিতাস গ্যাসের বৈধ গ্রাহক বলেও জানান প্রকৌশলী মো. আতিকুল ইসলাম।
এন-কে