বাবা-মা হাসপাতালে, দেশে ফিরলেন মুশফিক

জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। বৃহস্পতিবার (১৫ জুলাই) ঢাকায় পৌঁছেছেন তিনি। বিকেল পাঁচটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মুশফিককে বহনকারী বিমানটি।

জিম্বাবুয়ের মাটিতে সফরের একমাত্র টেস্টে খেলেছিলেন টাইগার তারকা। বাবা মাহবুব হামিদ তারা (৬০) ও মা রহিমা খাতুনের (৫৬) অসুস্থতার কারণে সফরের মাঝপথে জরুরী ভিত্তিতে দেশে ফিরতে হলো তাকে।

পারিবারিক সূত্র জানিয়েছে, বুধবার (১৪ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হন মুশফিকের বাবা-মা। বগুড়া থেকে তাদের দুজনকেই অ্যাম্বুলেন্সেকে করে ঢাকার মুগদা জেনারেল হাসাপাতালে নেয়া হয়। সেখান থেকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

দেশে ফেরত আসায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের তিন ম্যাচের সিরিজ ও তিনটি টোয়েন্টি ম্যাচে পাওয়া যাবে না অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img