মহামারী করোনার ছোবল রক্ষা পেতে, নিয়মিত হাত ধুয়ে স্বাস্থ্য সচেতনতায় নিরাপদে থাকার লক্ষে চট্টগ্রাম আদালত ভবনের সামনে করোনা প্রতিরোধক তিনটি বুথ উদ্বোধন করেছেন বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
বুধবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম আদালত ভবনের সামনে এ বুথ তিনটি উদ্বোধন করেন মেয়র।
এসময় তিনি বলেন, বিশ্বের প্রায় শতাধিক দেশের আগে করোনা প্রতিরোধ টিকা ব্যবস্থা করায় এবং নিম্ন আয়ের মানুষের জন্য প্রণোদনার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রীর নিকট ধন্যবাদ জ্ঞাপন করছি। করোনার মহামারী থেকে বাঁচতে হলে সবাইকে সচেতন হতে হবে। এসময় তিনি সকলকে নিয়মিত ভাবে হাত ধোয়া, মাস্ক পরিধান এবং সামাজিক দুরত্ব বজায় রাখার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এনামুল হক, সাধারণ সম্পাদক এড. এ, এইচ, এম, জিয়াউদ্দিন, সহসাধারণ সম্পাদক এড. আবদুল্লা আল মামুন, পাঠাগার সম্পাদক এড. নজরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এড. মাহমুদ উল আলম মারুফ, সিনিয়র আইনজীবী এড. মজিবুল হক, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ইফতেখার সাইমুল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এড. আইয়ুব খান, এড. এম, এ, নাসের, এড. আবদুর রশিদ, এড. কিশোর কুমার দাশ, এড. চন্দন বিশ্বাস, এড. প্রণব মজুমদার, আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক এড. অজয় বোস রিংকু, এড. তপন দাশ, এড.সিরাজুদ্দৌলা প্রমূখ।