দেশে যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা। প্রতিনিত ভাঙছে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড। এরকম এক প্রতিকূল পরিস্থিতিতে করোনা টিকা নিয়ে বিষয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সুখবরের কথা লিখেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের জেনেভা মিশন জানিয়েছে যে, কোভ্যাক্সের মাধ্যমে আরও তিন মিলিয়ন (ইতোমধ্যে দুই দশমিক পাঁচ মিলিয়ন পেয়েছি) মডার্নার টিকা পাচ্ছি। শিপমেন্ট রেডি আছে।
তিনি আরো লিখেন, জাপানিজরা দুই দশমিক পাঁচ মিলিয়নের পরিবর্তে দুই দশমিক নয় মিলিয়ন অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভ্যাক্সের মাধ্যমে দিচ্ছে।
ড. মোমেন লিখেন, চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আগামী ১৫ তারিখে তাসখন্দে আমার সাক্ষাৎ হবে। চীন সরকার এক মিলিয়ন সিনোফার্মের টিকা উপহার হিসেবে দেবে।
তিনি লিখেন, ইইউ (ইউরোপীয় ইউনিয়ন) থেকে দশ লাখ এবং কোভ্যাক্সের অধীনে আরও ছয় লাখ বিশ হাজার টিকা আগস্টে আসবে। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি, আমরা যেন সবাই আবার সুস্থ, স্বাভাবিক ও সুন্দর জীবনে ফিরে যেতে পারি।