বান্দারবান জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মহীন হোটেল কর্মচারীরদের মাঝে ত্রাণ বিতরণ

বান্দারবান জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মহীন বান্দারবান জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মহীন হোটেল রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারীর মাঝে ও দরিদ্র গৃহিণীদের মাঝে মাননীয় প্রধান মন্ত্রী কতৃক প্রদত্ত ত্রাণ সামগ্রী ১২জুলাই সোমবার সকালে বান্দরবান জেলা স্টেডিয়ামের হলে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরুক্ত বজায় রেখে বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সুযোগ্য জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো : লুৎফর রহমান, বান্দারবান পার্বত্য জেলার সিভিল সার্জন ডা: অং সুই প্রু মার্মা, নির্বাহী মেজিষ্ট্রেট, বান্দরবান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম, বান্দারবান ব্যবসায়ী সমিতির সভাপতি গিয়াস উদ্দীন মাস্টার’সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় চতুর্থ বারের মতো প্রায় ৪০০ জন অসহায় রেস্তোরাঁ শ্রমিক ও দরিদ্র গৃহিণীদের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ দেওয়া হয়।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বান্দরবানে কোভিড-১৯ এর কারণে কর্মহীন হয়ে পড়া প্রায় ২হাজার অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের সহায়তা প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসক আরো বলেন, কোভিড-১৯ চলাকালে সরকারের পক্ষ থেকে এই সহায়তা অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img