চট্টগ্রামে একদিনে করোনায় আক্রান্ত ৮২১, মৃত্যু ৯

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৮২১ জনের নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। তার মধ্যে মহানগর এলাকায় ৫২৭ জন ও উপজেলায় ২৯৪ জন।

২ হাজার ১৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৮২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। ৩ জন নগরের ও ৬ জন উপজেলার বাসিন্দা। সর্বমোট মৃত্যু হয়েছে ৭৮০ জনের। তার মধ্যে মহানগর এলাকার ৫০০ জন ও উপজেলার ২৮০ জন।

সোমবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।

রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭০ জনের নমুনা পরীক্ষা করে ১১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বিআইটিআইডি ল্যাবে ২৯১ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩২৪ জনের নমুনা পরীক্ষা করে ১২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সিভাসু ল্যাবে ২২৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ৬৬৩ জনের নমুনা পরীক্ষা করে ২২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

ইম্পেরিয়াল হাসপাতালে ২০৭ নমুনা পরীক্ষা করে ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেভরনের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫৩ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আরটিআরএলে ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

মেডিকেল সেন্টার হাসপাতালে ২২ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এপিক হেলথ কেয়ারে ১৪১ জনের নমুনা পরীক্ষা করে ৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী জানান, শনিবার চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৩১ জনের। মৃত্যু হয়েছে ৯ জনের। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৮২৯ জন । তার মধ্যে মহানগরের ৫০ হাজার ৬৬১ ও উপজেলা পর্যায়ের ১৫ হাজার ১৬৮ জন।

রবিবার লোহাগাড়া উপজেলায় ৩ জন, সাতকানিয়া উপজেলায় ৮ জন, বাঁশখালী উপজেলায় ১১ জন, আনোয়ারা উপজেলায় ২৩ জন, চন্দনাইশ উপজেলায় ১২ জন, পটিয়া উপজেলায় ১৭ জন, বোয়ালখালী উপজেলায় ২৭ জন, রাঙ্গুনিয়া উপজেলায় ২৭ জন, রাউজান উপজেলা ৩৫ জন, ফটিকছড়ি উপজেলায় ৬ জন, হাটহাজারী উপজেলায় ৫৭ জন, সীতাকুণ্ড উপজেলায় ১৪ জন, মীরসরাই উপজেলায় ৩৮ জন ও সন্দ্বীপ উপজেলায় ১৬ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img