লকডাউনে সরকারি আদেশ অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮০টি মামলায় ২৮ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (০৯ জুলাই) জেলা প্রশাসনের ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী নগরীর বাকলিয়া ও চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ১০টি মামলায় ৭ হাজার জরিমানা করেন।
চাঁদগাঁও এলাকায় অভিযান চালিয়ে ০৯টি মামলায় ১ হাজার ৮০০ টাকা জরিমানা করেছন নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিক।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনামুল হাছান নগরীর সদরঘাট ও ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ৬টি মামলায় ১ হাজার ১০০ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম নগরীর ডবলমুরিং এলাকায় ০২টি মামলায় ২০০ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী খুলশী ও আকবর শাহ এলাকায় অভিযান চালিয়ে ১২টি মামলায় জরিমানা করেছন ১হাজার ৮০০ টাকা।
অন্যদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন ও খুলশী ও বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে ৫টি মামলায় ১হাজার ১০০ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান নগরীর চকবাজার ও বাকলিয়া এলাকায় অভিযানে ০৭টি মামলায় ১ হাজার ৭০০ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান সাথী নগরীর কোতোয়ালি ও সদরঘাট এলাকায় ০৫টি মামলায় ১ হাজার ৮০০ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা শারমিন নগরীর পাহাড়তলী এলাকায় ০৪টি মামলায় ১হাজার ১০০ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্লাবন কুমার বিশ্বাস নগরীর হালিশহর ও মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ০২টি মামলায় ২হাজার ৫০০,নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত নগরীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ টি মামলায় ৪ হাজার ৯০০ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর হালিশহর ও ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ০৭টি মামলায় ২ হাজার ২০০ টাকাসহ মোট ৮০ মামলায় ২৮ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।