মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের বোলিং নৈপূণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ১৯২ রানের বড় লিড পেল বাংলাদেশ দল।
শুক্রবার শেষ বিকালে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে টাইগারদের সংগ্রহ ৪৫ রান। তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের লিড ২৩৭ রান।
হারারে স্পোর্টস ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করে মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরি (১৫০) ও লিটন, তাসকিন, মুমিনুলের ফিফটিতে ভর করে ৪৬৮ রান করে বাংলাদেশ।
জবাবে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত খেলছিল স্বাগতিক জিম্বাবুয়ে। ২ উইকেটে ২২৫ রান করা ব্রান্ডন টেইলরের নেতৃত্বাধীন দলটি এরপর সাকিব-মিরাজের স্পিনে বিভ্রান্ত হয়ে সময়ের ব্যবধানে ৫১ রানে ৮ উইকেট হারিয়ে ২৭৬ রানে অলআউট হয়।
বাংলাদেশ দলের হয়ে মেহেদী হাসান মিরাজ একাই শিকার করেন ৫ উইকেট। সাকিব নেন ৪ উইকেট।