বান্দরবানে প্রধানমন্ত্রীর ত্রাণ পেলো হোটেল মোটেলের ৪০০ কর্মচারী

কোভিড ১৯ এর কারণে বান্দরবানে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ প্রদান অব্যাহত। বান্দরবানের ৪০০ জন হোটেল মোটেল কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জিমনেসিয়াম হলে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করাহয়েছে।

ত্রাণ সামগ্রীর মাঝে ছিলো পরিবার প্রতি ১০কেজি চাল, ১লিটার তেল, ২কেজি আলু, ১কেজি ডাল, ১কেজি লবণ, ১কেজি পিয়াঁজ প্রদান করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন, সিভিল সার্জন ডা.অংসুই প্রু মারমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার, এসএম শাহ নেওয়াজ মেহেদী, হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশ, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ নুরুল ইসলামসহ বান্দরবানের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনায় কর্মহীন হয়ে পড়া জনসাধারণের মাঝে ত্রাণ সামগ্রীর বিতরণ কার্যক্রম চলমান আছে। তিনি কোভিড -১৯ মোকাবেলায় সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিশেষ ভাবে আহ্বান করেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img