ভারতে বেড়েছে মৃত্যু, কমেছে সংক্রমণ

ভারতে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৯১১ জনের মৃত্যু হয়েছে। নতুন মৃত্যু নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল চার লাখ ৫ হাজার ৯৩৯ জনে। বৃহস্পতিবার দেশটিতে ৮১৭ জনের মৃত্যু হয়েছিলো।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে এসকল তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ৪৩ হাজার ৩৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৭ লাখ ৫২ হাজার মানুষ। তবে দৈনিক সংক্রমণ সামান্য কমেছে।

এর আগে বৃহস্পতিবার ৪৫ হাজার ৮৯২ জন, বুধবার ৪৩ হাজার ৭৩৩ জন এবং মঙ্গলবার সাড়ে তিন মাসের মধ্যে সবচেয়ে কম ৩৪ হাজার ৭০৩ জন করোনাক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবারের পর থেকে টানা তিন দিন ৪০ হাজারের বেশি মানুষ করোনাক্রান্ত হলেন দেশটিতে।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে। গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img