চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ২ হাজার দুইশত ৪২ জনের করোনার নমুনা পরীক্ষায় ২৯৮ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ২৪৪ জন এবং বিভিন্ন উপজেলার ৫৪ জন।
চট্টগ্রামে ৭ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে বৃহস্পতিবার (২২ এপ্রিল) চট্টগ্রামের সিভিল সার্জন এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ২৫৫ নমুনা পরীক্ষা করে ৩৬ জনের পজিটিভ। মহানগরে ৩৬ জন, ৩৫ জন উপজেলার।
চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ৩৮৭ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৪১ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৩৬ জন। বিভিন্ন উপজেলায় ০৫ টি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ৭৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২১ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ২১ জন, উপজেলায় ০ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ২১৬ টি নমুনা পরীক্ষায় ৪৪ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ৪২ টি, উপজেলায় ০২ টি।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৩ নমুনা পরীক্ষায় ২০ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ১৭ জন, ভিবিন্ন উপজেলার ৩ জন।
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪১০ নমুনা পরীক্ষায় ৫৭ জন পজিটিভ, নগরে ৫৩ জন, উপজেলায় ৪ জন।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৪ টি নমুনা পরীক্ষায় ১৮ জনের পজিটিভ। মহানগরে ১৮ জন এবং উপজেলায় ০ জন।
আর টি আর এল চট্টগ্রাম ল্যাবে ৪১ টি নমুনা পরীক্ষায় ২৬ জন পজিটিভ। মহানগরে ২১ জন, উপজেলায় ০৫ জন।
অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ০১ টি নমুনা পরীক্ষায় কোন পজেটিভ নেই।
এ ছাড়া উপজেলায় সাতকানিয়া ৪ জন, বাঁশখালী ১ জন, আনোয়ারা ৪ জন, পটিয়া ১ জন, বোয়ালখালী ৫ জন, রাউজান ১১ জন, ফটিকছড়ি ৭ জন, হাটহাজারী ১৬ জন, সীতাকুন্ডে ৪ জন, মিরসরাই ১ জন।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৪৮ হাজার ৪৩৭ জনে। এর মধ্যে মহানগরীতে ৩৮ হাজার ৮৯১ জন, উপজেলায় ৯ হাজার ৫৪৬ জন।
এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা, ২ জন, মোট ৪৮২ জন। মহানগরীতে ৩৫৯ জন, বিভিন্ন উপজেলায় ১২৩ জন।