জাপানের কাছ থেকে ২৫ লাখ টিকা পাব: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, জাপানের কাছ থেকে ২৫ লাখ টিকা পাওয়া যাবে বলে আশা করছি। কয়েকদিন আগে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টিকা নিয়ে আমার কথা হয়েছে। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের কাছ থেকে আমরা এ টিকা চেয়েছি।

পররাষ্ট্রমন্ত্রী আজ বুধবার সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তিনি করোনার টিকা নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের বিষয় তুলে ধরেন।

আবদুল মোমেন বলেন, জাপান সরকারের কাছে আমাদের টিকা দেওয়ার অনুরোধ জানিয়েছি। এ সপ্তাহে বা আগামী সপ্তাহে তারা কোভ্যাক্সের আওতায় একটা টিকা পাঠাবেন বলে জাপানের পররাষ্ট্রমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছেন। কোভ্যাক্সের আওতায় জাপান থেকে আড়াই মিলিয়ন (২৫ লাখ) টিকা বিনামূল্যে পাব।

অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপানের কাছে এখন অ্যাস্ট্রাজেনেকার টিকা রয়েছে। তারা আমাদের অ্যাস্ট্রাজেনেকার টিকাই দেবে। এ ছাড়াও কোভ্যাক্সের আওতায় ইউরোপ থেকে আমরা আরও ১০ লাখ টিকা পাব।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img