চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় দুটি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা প্রদান করেছে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল।
আজ বুধবার (৭ জুলাই) চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়া এসব হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী, সিনিয়র কনসালট্যান্ট ও কোভিড ফোকাল পারসন ডা. আবদুর রব, আইসিও কনসালট্যান্ট ডা. রাজদীপ বিশ্বাসসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, করোনা ক্রান্তিকালের শুরুতে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল সাধারণ মানুষের সেবায় ডা. বিদ্যুৎ বড়ুয়ার সার্বিক ব্যবস্থাপনায় যেভাবে এগিয়ে এসেছে তা অনন্য উদাহরণ।
ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, সাধারণ মানুষের অর্থে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের মেডিকেল সরঞ্জামাদি সাধারণ মানুষের সেবায় ব্যবহৃত হলে খুবই ভালো। সেই দৃষ্টিকোণ থেকে আগামীতে আরো কিছু মেডিকেল যন্ত্রপাতি প্রদান করা হবে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল করোনা ক্রান্তিকালে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছে। স্ব-উদ্যোগে সাধারণ মানুষকে উদ্দীপ্ত করে ডা. বিদ্যুৎ বড়ুয়া জনগণের কল্যাণে অনন্য কাজ করেছেন।