ক্যাথলিক খ্রিস্ট্রানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস ভালো আছেন বলে জানিয়েছে ভ্যাটিকান কর্তৃপক্ষ। তার অস্ত্রোপচার সফল হয়েছে বলেও জানানো হয়েছে।
অপারেশন শেষ হলেও ৮৪ বছর বয়সী পোপকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে আরও কয়েক দিন। তার টেস্টের ফলাফল ভালো আসছে বলেও চিকিৎসকরা জানান। গত ৪ জুলাই কোলন সমস্যার জন্য পোপ ফ্রান্সিস হাসপাতালে ভর্তি হন।
মঙ্গলবার ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি জানান, পোপ ফ্রান্সিস ভালো আছেন। তার ‘কোলন ডাইভারটিকুলাইটিস’ রোগের অপারেশন হয়েছে।
এক প্রতিবেদনে জানানো হয়, হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা আগেই ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে ঐতিহ্যবাহী রোববারের বিশেষ প্রার্থনায় ‘সানডে অ্যাঙ্গেলাস প্রেয়ার’ এ অংশ নিয়েছিলেন পোপ ফ্রান্সিস।
এক বিবৃতিতে ভ্যাটিকান প্রেস অফিস জানায়, রোববার বিকেলে পোপ রোমের জেমেলিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে তার রোগের অপারেশন করা হবে। যা করবেন অধ্যাপক সার্জিও আলফিয়েরি। অপারেশনের পর তার সবশেষ অবস্থা জানানো হবে।
জানা যায়, যখন কারো মলাশয়ে (কোলন) ছোট ছোট থলির মতো কিছু তৈরি হয় তখন তাকে ‘কোলন ডাইভারটিকুলাইটিস’ রোগ আক্রান্ত হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত এই রোগের উপসর্গ থাকে না। এর কারণে অস্বস্তি এমনকি রক্তপাতের ঘটনাও ঘটতে পারে।
২০১৩ সালে পোপ নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার হাসপাতালে ভর্তি হলেন তিনি। খবর দ্য গার্ডিয়ান।
ক্যাথলিক গির্জার ২৬৬তম এবং বর্তমান পোপ, যিনি ১৩ মার্চ ২০১৩ তারিখে নির্বাচিত হন। তিনি রোমের বিশপ হিসেবে বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভ্যাটিকান সিটি উভয়েরই প্রধান। ফ্রান্সিস প্রথম জিসুইট পোপ, আমেরিকা ও আমেরিকা অঞ্চলের প্রথম, দক্ষিণ গোলার্ধের প্রথম এবং তৃতীয় গ্রেগরি এরপরে ইউরোপের বাইরে থেকে প্রথম পোপ।
উল্লেখ্য, তৃতীয় গ্রেগরি অষ্টম শতকে আধিপত্য করেছেন। ফ্রান্সিস ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস আইরেসে জন্মগ্রহণ করেন। রোমান ক্যাথলিক যাজকদের প্রশিক্ষণ কলেজে পড়াশোনা শুরু করার আগে তিনি কিছুদিন রাসায়নিক প্রযুক্তিবিদ ও ‘নাইট ক্লাব বাউন্সার’ হিসেবে কাজ করেন। ১৯৬৯ সালে ক্যাথলিক পুরোহিত হিসেবে তার অভিষেক হয় তার।
এন-কে