আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বঙ্গোপসাগরের রায়পুর অংশে ভেসে আসছে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ। পরে ভেসে আসা অজ্ঞাত মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ৩নং রায়পুর ইউনিয়ন এর ২নং ওয়ার্ড দক্ষিণ পরুয়া পাড়া ছত্তার মাঝির ঘাটে অজ্ঞাত মরদেহটি ভাসতে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে রাত এগারোটা দিকে ঘটনাস্থলে যায় আনোয়ারা থানা পুলিশ।
মোঃ ওসমান মেম্বার ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রায়পুর ইউনিয়নের বঙ্গোপসাগরে তীরবর্তী দক্ষিণ পরুয়া পাড়া মাঝির ঘাটের পশ্চিমে একটি অজ্ঞাত লাশ ভেসে থাকতে দেখা যায়। লাশটির পরনে ছিল শুধু শর্টপেন্ট । লাশের আনুমানিক বয়স ৪৫-৫০ বছর। লাশটি কোথাকার কারো জানা নেই।
ধারণা করা হচ্ছে অন্য কোন জায়গা থেকে মেরে ফেলে দেওয়া হয়েছে এবং জোয়ারের পানিতে ভেসে মাঝি ঘাট এলাকায় উঠে আসলে ভাটা হলে মরদেহটি সাগরের চরে আটকা পড়ে। সন্ধ্যা থেকে চরে আটকা পড়ায় লাশটি থেকে দূর্গন্ধ ছড়াচ্ছে।
এবিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, রায়পুর এলাকায় বঙ্গপোসাগরে একটি লাশ ভেসে আসার খবর পাইছি। লাশটি উদ্ধার করতে আমাদের ফোর্স ঘটনাস্থলে গেছে।