চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে সিএমপি’র গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক মোহাম্মদ আলমগীরকে। চকবাজার থানার ওসি আতাউর রহমান খন্দকারকে পদায়ন করা হয়েছে কমিশনার কার্যালয়ে পরিদর্শক (অপারেশন) পদে।
গতকাল বুধবার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের নির্বাহী আদেশে এ পদায়ন করা হয়। এর আগে সিএমপির আকবর শাহ, পতেঙ্গা ও কর্ণফুলী থানায় ওসির দায়ত্বি পালন করেছিলেন নানানভাবে আলোচিত ও সমালোচিত হওয়া এই ওসি। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে আকবরশাহ এলাকার ড্রেন থেকে একটি জাতক শিশুকে উদ্ধার করে আলোচিত এই ওসি পেয়েছিলেন পুলিশের প্রেসিডেন্ট পুলিশ মেডেলের (পিপিএম) পদক।
আজ ২২ এপ্রিল, বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে সিএমপির উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক দিনেরখবরকে বলেন,‘নিয়মিত বদলির অংশ হিসেবে বর্তমান ওসিকে সরিয়ে আলমগীরকে অফিসার ইনচার্জের দায়িত্ব দেয়া হয়েছে। আর চকবাজার থানার ওসি আতাউর রহমান খন্দকারকে কমিশনার কার্যালয়ে পরিদর্শক (অপারেশন) পদে পদায়ন করা হয়।
এন-কে