মধ্য ইসরায়েলের রামেল সিটিতে অবস্থিত ‘তুমের’ ক্ষেপণাস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসরায়েল ডেইলির এক প্রতিবেদনের বরাত দিয়ে বুধবার (২১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।
বিস্ফোরণ সম্পর্কে হারেজৎ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নির্মাণের জন্য নিয়মিত পরীক্ষার সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। কারখানাটিতে মিসাইলে রকেট ইঞ্জিনের ব্যবহার ও উন্নয়ন নিয়ে গবেষণা চলছিল।
প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের ঘটনায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি কর্তৃপক্ষ।
রামেলের অধিবাসীরা পত্রিকাটিকে বলেছেন, তারা বিকশ শব্দের বিস্ফোরণ শুনেছেন এবং মাশরুমের মতো ধোঁয়ার আস্তরণ আকাশে উড়তে দেখেছেন।
ইসরাইলি সাংবাদিক এডি কোহেন নিজের টুইটার পেজে বিস্ফোরণের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে জানিয়েছেন, মঙ্গলবার এই বিস্ফোরণ ঘটেছে।
এন-কে