উখিয়ার রোহিঙ্গা শিবির থেকে ইয়াবা ও জাল টাকাসহ আটক ১

কক্সবাজারের উখিয়ার মধুছড়া রোহিঙ্গা শিবিরে এপিবিএন-১৪ সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা ও জাল টাকাসহ রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করা হয়েছে।

সোমবার (২৮ জুন) দুপুর সাড়ে ১২টায় উখিয়ার মধুছড়া ২নং রোহিঙ্গা শিবির থেকে আটক করা হয়।

এসময় বালুর মাঠ পুলিশ ক্যাম্পে দায়িত্বরত ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বসতঘরে অভিযান চালিয়ে ২০৩০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ১৮৩৫ টাকা, জাল নোট ৬৫০০ টাকাসহ উদ্ধার করেন।

আটককৃত আসামি ক্যাম্প-২ (ওয়েস্ট) ব্লক-ডি/৪, সি-২ এর বাসিন্দা মৃত বদিউল আলমের ছেলে মজিবুল আলম (৫১)।

এসময় আরো ২ ৩ জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

এই ব্যাপারে কক্সবাজার ১৪-এপিবিএন ব্যাটালিয়ন পুলিশের অধিনায়ক এসপি মোঃ নাঈমূল হক জানান, ইয়াবা, নগদ ও জাল টাকাসহ ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ এবং পলাতক আসামীদের ব্যাপারে মামলার পর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কক্সবাজার ১৪ এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মোঃ নাঈমুল হক সত্যতা স্বীকার করে জানান, ইয়াবা, নগদ ও জাল টাকাসহ ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ এবং পলাতক আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের মামলায় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, ক্যাম্পে ইয়াবা ও মাদকের ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তথ্যপ্রমাণসহ ইয়াবা সম্পৃক্ততার অভিযোগ পেলে ছোট হোক আর বড় হোক কোনো ইয়াবা কারবারিকে ছাড় দেয়া হবে না।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img