আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন কোতোয়ালি থানা ছাত্রলীগ

বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বুধবার দিনব্যাপী বিনামূল্যে মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ এবং কেক কাটার মাধ্যমে ঐতিহ্যের ৭২বছর উদযাপন করেন কোতোয়ালি থানা ছাত্রলীগ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬, ২০, ৩২ এর নবনির্বাচিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত।

তিনি বলেন, সংগ্রাম অর্জন ও গৌরবের ৭২ বছর পূর্ণ হলো আজ। বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ বছর প্রতিষ্ঠাবার্ষিকী এত সুন্দরভাবে উদযাপনের জন্য কোতোয়ালি থানা ছাত্রলীগ ধন্যবাদ জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন ছিল বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে তোমরা আদর্শিত হও সবসময় এই প্রার্থনাই করি। আমাদের প্রধানমন্ত্রী মমতাময়ী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে, তোমাদের মেধা দেশের উন্নয়নে কাজে লাগাও তাহলে দেখবে বাংলাদেশে অতিশীঘ্রই উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে রূপান্তরিত হবে।

প্রোগ্রামে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক উপ পাঠচক্র বিষয়ক সম্পাদক শাহাদাত সালাম শাওন। তিনি বলেন, বর্তমান বিশ্ব করণা মহামারীর কারণে থমকে গেছে। আমরা কোতোয়ালি থানা ছাত্রলীগ স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করেছি। আগামীতে আরো বড় করে উদযাপন করার ইচ্ছে রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কারণেই বাংলাদেশের সৃষ্টি। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে রূপান্তরিত করতে কোতয়ালী থানা ছাত্রলীগ সবসময় কাজ করে যাবে এই আশা কামনা করছি।

উক্ত অনুষ্ঠানে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মুসলিম উদ্দিন জনি, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মোঃ মজিবুর রহমান, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা সাইমন শাহাদাত চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা আজাদ হোসাইন, কোতয়ালী থানা ছাত্রলীগ নেতা শুভ্র সেন, তাপস চৌধুরী, মো হৃদয়, মোহাম্মদ আহাদ, মো রাসেল, মো মিফতা, মো মিশন, মো আকবর, মো আকিব, মো নাসির, মো আসিফ, মো সুমন,মো রিয়াজ প্রমুখ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img