জিততে ভুলেই গেছে স্পেন

গত সপ্তাহে সেভিয়ায় অনুষ্ঠিত প্রথম ম্যাচে সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্র করে ইউরো আসর শুরু করে স্পেন। আজ পোল্যান্ডের বিপক্ষে ৮০ শতাংশ বল দখলে রেখেও জয়ের ধারায় ফিরতে পারলো না সাবেক চ্যাম্পিয়নরা। পোল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে লুই এনরিকের শিষ্যরা।

আজ রাতে ইউরোতে ই-গ্রুপের ম্যাচে স্পেন মুখোমুখি হয় পোল্যান্ডের। ম্যাচের প্রথমার্ধে এগিয়ে থেকেও পেনাল্টি মিস ১-১ গোলে করে ড্র করে মাঠ ছাড়ে স্পেন।

কোভিড-১৯ নেগেটিভ হয়ে স্পেনের ইউরো দলে ফিরেও জয়ের দেখা পেলেন না অধিনায়ক সার্জিও বাসকুয়েটস। করোনায় আক্রান্ত হওয়ায় সুইডেনের বিপক্ষে প্রথম ম্যাচে তিনি খেলতে পারেননি।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বল দখলে রেখেছিলো স্পেন। প্রথমার্ধের ২৫ মিনিটে জেরার্ত মোরেনোর দুর্দান্ত পাসে পোল্যান্ডের জালে বল জড়ান আলবারো মোরাতা। কিন্তু সাইড লাইনে থাকা সহকারী (লাইন্সম্যান) অফসাইড দিলে ভিএআরের সাহায্যে গোল নিশ্চিত করার বাঁশি বাজান রেফারি। ইউরোতে স্পেনের শেষ পাঁচটি গোলের চারটিই মোরাতার। দেশের হয়ে ৩৩ ম্যাচে এই নিয়ে ১৭টি গোল করলেন এই স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধেও স্পেনই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলো। পোল্যান্ডও লড়াই চালিয়ে গেছে। ৫৪ মিনিটে জোজউইয়াকের নিখুঁত পাসে গোল করে সমতা ফেরান পোল্যান্ডের লেভানদোস্কি।

পোল্যান্ড সমতা ফেরানোর পরপরই পেনাল্টি পায় স্পেন। কিন্তু তা পোস্টে মারেন মোরেনো। এরপর আর গোলের দেখা পায়নি কোন দল। ১-১ গোলো ড্র হয় ম্যাচ।

এন-কে

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img