গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫৮ হাজার ৪১৯ জন। শেষ বার গত ৩১ মার্চ দেশটিতে দৈনিক সংক্রমণ ৬০ হাজারের নীচে ছিল (৫৩ হাজার ৪৮০)। ৮০ দিন পর ভারতে দৈনিক সংক্রমণ এতটা নামল। এখন পর্যন্ত সেখানে মোট সংক্রমিতের সংখ্যা দুই কোটি ৯৮ লক্ষ ৮১ হাজার ৯৬৫। বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৭ লক্ষ ২৯ হাজার ২৪৩।
রবিবার (২০ জুন) এসব জানিয়েছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।
দৈনিক সংক্রমণ কমার পাশাপাশি সুস্থতায় বৃদ্ধিও আশা জোগাচ্ছে ভারতীয় চিকিৎসক মহলকে। গত ২৪ ঘণ্টায় ৮৭ হাজার ৬১৯ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। মোট আক্রান্তের মধ্যে এখনও পর্যন্ত ২ কোটি ৮৭ লক্ষ ৬৬ হাজার ৯ জন রোগী করোনার প্রকোপ থেকে সুস্থ হয়ে উঠেছেন। এছাড়াও, লাগাতার দৈনিক সংক্রমণের চেয়ে দৈনিক সুস্থতা বেশি হওয়াও ভাল লক্ষণ বলে মনে করা হচ্ছে।