চট্টগ্রামে একটি ধারালো কিরিচসহ মোঃ আরিফ (২১) নামে এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রাতে ডবলমুরিং থানার মৌলভীপাড়া ইলিয়াছ ম্যানশনের বিপরীতে এসহাক এমপির ভাড়াঘরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এলাকায় মাদক বিরোধী মানুষদের ভয় দেখাতেই আরিফ কোমড়ে এই কিরিচ নিয়ে ঘুরছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।
গ্রেফতারকৃত আরিফ ফেনী জেলার পরশুরাম থানার পিতা- সালিয়া কাজী বাড়ির মৃত নাসির উদ্দিনের ছেলে।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আরিফ ডবলমুরিং থানার মৌলভীপাড়া এলাকা কেন্দ্রিক কিশোর গ্যাংয়ের সদস্য। সম্প্রতি সেই এলাকায় মাদকবিরোধী অভিযান জোরালো হয়। স্থানীয় মানুষদের সহযোগিতায় বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পুলিশও সেখানে টহল বাড়িয়ে দেয়।
পুলিশের এলাকায় ঘন ঘন টহল দেওয়ায় আরিফের সন্দেহ জাগে মাদক বিরোধী হিসেবে পরিচিতরা তার বিরুদ্ধেও অভিযোগ দিয়েছে! তাই সে মাদক বিরোধী হিসেবে পরিচিত মানুষদের শায়েস্তা করতে কোমড়ে কিরিচ নিয়ে বের হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১ টায় মৌলভীপাড়া ইলিয়াছ ম্যানশনের বিপরীতে এসহাক এমপির ভাড়াঘরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। কোমড় থেকে উদ্ধার করা হয় এই কিরিচ।
আরিফের বিরুদ্ধে এর আগেও একটি মামলা রয়েছে। আজ এ ঘটনায় অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।