সঙ্গীর সঙ্গে একসঙ্গে কাটানো আনন্দের সম্পর্কের মাঝেও কখনও আসতে পারে ভাঙন। আবার সম্পর্কের কাটা হয়ে ঘটতে পারে তৃতীয় কারও প্রবেশ। এটি কোনো নতুন ঘটনা নয়। যুগ যুগ ধরে এমনটিই হয়ে আসছে। এমনটি ঘটলে জীবনে নতুন বাঁক নিতে পারে।
নিজের জীবনে এমন নতুন কোনো মোড় আসতে চলেছে কিনা, বুঝবেন কীভাবে। এমন কিছু আচরণ আছে, যা সঙ্গীর কাছ থেকে পেলে বুঝবেন সে অন্য কারও প্রতি আসক্ত হয়ে পড়েছে।
এড়িয়ে চলা
হঠাৎ সঙ্গী কথা বলতে অস্বস্তি বোধ করতে পারে। এড়িয়ে চলতে পারে অনেকটাই। সম্পর্কে তৃতীয় কেউ এলে তাকে ঘিরে চিন্তাটাই বেশি আসে। এ সময় অনেকের মাঝে এড়িয়ে চলার প্রবণতা দেখা দেয়।
সঙ্গীর বেখেয়ালি মন
অনেক সময় সঙ্গীর জীবনে নতুন কেউ এলে মনের অনেকটা তাতেই ব্যস্ত থাকে সঙ্গী। এ কারণে পুরনো সম্পর্কের দিকে নজরটা কমে যেতে পারে অনেকটাই।
ভালোবাসা অস্তিত্বহীন
প্রতিটি সম্পর্কের জন্য ভালোবাসার সংজ্ঞা হয় আলাদা। আপনার সম্পর্কের ভালোবাসার সংজ্ঞাটা আপনারই বেশি ভালো জানা থাকবে। কিন্তু সম্পর্কের মাঝে তৃতীয় কেউ এলে সেখানে ভালোবাসা যেন সংজ্ঞা হারায়। প্রেমিক বা প্রেমিকা অন্য কোনো সম্পর্কে জড়ালে ভালোবাসার অস্তিত্ব হারানোটা অবশ্যই টের পাবেন আপনিও।
তথ্যসূত্র: আনন্দবাজার