করোনা বাড়লে এলাকাভিত্তিক লকডাউনের নির্দেশ

যেসব এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাবে স্থানীয় প্রশাসন নিজ দায়িত্বে ওই এলাকা লকডাউন বা ব্লক করে দিতে পারবে। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সকালে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। করোনার কারণে দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী সরাসরি আজকের বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্য ও সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, দেশের সব এলাকায় একসঙ্গে আর লকডাউনের আওতায় আনার প্রয়োজন হবে না। সব জায়গায় একত্রে সংক্রমণ বাড়ছে না। করোনা পরিস্থিতি কোনো এলাকায় বেশি সংক্রমিত হলে ওই এলাকায় স্থানীয় প্রশাসন মনে করলে লকডাউন ঘোষণা করতে পারে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিনিধিদের এ বিষয়ে পূর্ণ এখতিয়ার দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাও এটি—স্থানীয় পর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এলাকাভিত্তিক লকডাউনের বা ব্লক করার সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়া যাবে না।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img