মোহাম্মদ নাসিমের মতো কর্মীবান্ধব নেতা রাজনীতিতে বিরল: হানিফ

জাতীয় রাজনীতিতে প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

আজ রোববার প্রথম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে নাসিমের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষ তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘নাসিমের মতো জনবান্ধব ও কর্মীবান্ধব নেতা রাজনীতিতে বিরল। করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে বারবার নিজ নির্বাচনী এলাকায় ছুটে গেছেন মোহাম্মদ নাসিম।’

বর্ষীয়ান এই রাজনীতিকের জীবনী থেকে নতুন প্রজন্মের রাজনীতিবিদদের শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘তার (মোহাম্মদ) স্বাস্থ্য ঝুঁকি ছিল। জনগণকে তিনি এত ভালোবাসতেন যে, সেই জীবনের ঝুঁকি নিয়ে নিয়ে তিনি এলাকায় গিয়েছিলেন। অবশেষে তাকে বিদায় নিয়ে চলে যেতে হলো।’

তিনি বলেন, ‘নাসিম ভাইয়ের মতো নেতৃত্ব যুগে যুগে খুব কমই আসে। শুধু আওয়ামী লীগের রাজনীতিতে নয় জাতীয় রাজনীতিতেও তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।’

এই রাজনীতিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

এর আগে মোহাম্মদ নাসিমের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন হানিফ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img