চট্টগ্রামে হোম হসপিটালের ফ্রি হেলথ ক্যাম্প

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাসায় গিয়ে চিকিৎসা সেবা দেওয়ার পথিকৃৎ প্রতিষ্ঠান ‘হোম হসপিটাল’ প্রতিমাসে চট্টগ্রামে ফ্রি হেলথ ক্যাম্প পরিচালনা করছে।

শুক্রবার (১১ জুন) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন যাত্রী ছাউনি পরিচালিত টাইগারপাস এলাকার স্বপ্নের স্কুলের শিশু ও তাদের অভিভাবকদের চিকিৎসা সেবা দিয়েছে হোম হসপিটাল।

হেলথ ক্যাম্পে বিনামূল্যে শিশু ও অভিভাবকদের কৃমিনাশক ঔষধ সহ অন্যান্য প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

হোম হাসপাতালের উদ্যোক্তা ও নির্বাহী এবং বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, অসহায় দুস্থ গরিব মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার যেমন কাজ করছে তেমনি ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পৌঁছে দেওয়ার মতো কাজ করছে হোম হসপিটাল। আমরা প্রতিমাসে নগরের বিভিন্ন ওয়ার্ডে ফ্রি স্বাস্থ্যসেবা প্রোগ্রাম করছি।

চিকিৎসা সেবায় অংশ নেন ডা. সৈকত, নার্স শারমিন, সৈকত বাবলা, ফারুক চৌধুরী ফয়সাল, জয় বড়ুয়া।

সহযোগিতায় ছিল যাত্রী ছাউনি, রোটারি ক্লাব অব চিটাগং প্রাইম, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ও এলবিয়ন গ্রুপ।

এসময় যাত্রী ছাউনির প্রতিষ্ঠাতা ফরহাদুল ইসলাম জিসান, সভাপতি ফরহাদুল ইসলাম হাসিব, রোটারী ক্লাব অব চিটাগাং প্রাইম এর সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, জায়েদ বিন কাশেম, আবু আরিফ, মুজাহিদুল ইসলাম রানা, শিমুল বড়ুয়া, রোহিত বড়ুয়া, আব্দুল্লাহ আল মামুন, হাসান মুরাদ, মোহাম্মদ বেলাল ও মোহাম্মদ আরাফাত উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img