অবৈধ সংযোগের অভিযোগে কর্ণফুলী গ্যাসের জিএমসহ গ্রেফতার ২

পুরাতন অব্যবহৃত আবাসিক সংযোগ অবৈধভাবে প্রভাবশালী এক ব্যক্তির নামে হস্তান্তরের অভিযোগে কর্ণফুলী গ্যাস কোম্পানির মহাব্যবস্থাপক (জিম) সারওয়ার হোসেনসহ দুইজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১০ জুন) চট্টগ্রামের ষোলশহর কোম্পানির প্রধান কার্যালয় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-কর্ণফুলী গ্যাস কোম্পানির মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) প্রকৌশলী সারওয়ার হোসেন ও অবসরপ্রাপ্ত সাবেক মহাব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী মোহাম্মদ আলী। তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারের আগে সকালে ২২টি অবৈধ সংযোগ দেওয়ার মাধ্যমে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনসহ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img