পাকিস্তানে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন। মর্মান্তিক এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। সোমবার (৭ জুন) পাকিস্তানের দক্ষিণাঞ্চলে এ দুর্ঘটনার ঘটনা ঘটে
পুলিশ ও উদ্ধারকারীদের বরাতে ডন জানায়, মিল্লাত এক্সপ্রেস নামের একটি ট্রেন লাইনচ্যুত হলে আরেক লাইনে আসা স্যার সাঈদ এক্সপ্রেস নামে আরেকটি ট্রেন এটিকে তীব্রগতিতে আঘাত করে। এতে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে যান এবং উদ্ধারকাজ শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো উদ্ধারকাজ চলছে।
এদিকে আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে উদ্ধারকারীরা বলছেন, ট্রেন দুটি এমন ভাবে দুমড়েমুচড়ে গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।