ভারত বধে মরিয়া বাংলাদেশ

আগামীকাল সোমবার ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আগের ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ড্র করে যে আত্মবিশ্বাস অর্জন করেছেন জামাল ভুঁইয়ারা, তাই ভারতের বিপক্ষে সাফল্যে আশাবাদী তারা।

এই ভারতের বিপক্ষে এর আগে প্রথম দেখায় ড্র করেছিল বাংলাদেশ। ১-১ গোলে ড্র হয়েছিল ম্যাচটি। তবে এবারের লড়াইটা খুব একটা সহজ হবে না তা অনুমেয়। ভারত আগের ম্যাচে বিশ্বকাপের আয়োজক কাতারের কাছে এক গোলে হেরেছে। হারলেও ম্যাচটি ভালো খেলেছে তারা। তাই বাংলাদেশের বিপক্ষে মরিয়া হয়ে জিতে চাইবে তারা।

লড়াইয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, ‘ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। শেষ ম্যাচে কলকাতায় আমরা তিন পয়েন্ট নিতে পারিনি। শেষ সময়ে ভারত গোল করায় হতাশ হতে হয়েছিল। যা আমাদের জয়ের ক্ষুধা আরও বাড়িয়ে দিয়েছে। আমরা জানি এখন আমাদের কী করতে হবে। ভারতের বিপক্ষে এটি গুরুত্বপূর্ণ ম্যাচ। কাতারে বাংলাদেশিরা মাঠে এসে সমর্থন দিলে আমরা ভালো করতে পারব।’

সাফল্যে আশাবাদী বাংলাদেশ কোচ জেমি ডেও। তিনি বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে আমরা বেশ আত্মবিশ্বাস অর্জন করেছি। আশা করছি ভারতের বিপক্ষে এই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা যাবে। আমরা এর জন্য কঠোর অনুশীলন করছি।’

ম্যাচকে সামনে রেখে ভারতের ডিফেন্ডার আদিল খান বলেন, ‘কাতারের বিপক্ষে রক্ষণভাগে আমরা খুব ভালো করেছি। বাংলাদেশও খুব ভালো খেলছে। আমরা সমপর্যায়ের দল। আগের ম্যাচে তারা আমাদের বিপক্ষে যথেষ্ট ভালো খেলেছে। আগামী ম্যাচেও খুব ভালো একটি লড়াই হবে। আমরা সে জন্য প্রস্তুত আছি।’

বাছাই পর্বে পয়েন্ট তালিকায় খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশ। মত্র ২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। এর আগে তারা কাতারের কাছে ৫-০, ওমানের কাছে ৪-১, আফগানিস্তানের কাছে ১-০, ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র এবং আফগানিস্তানের সঙ্গে ফিরতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img