পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে আমরা টিকা পাবো। আগামীকাল যুক্তরাষ্ট্র থেকে একটি কোভিড প্রতিরোধ সহায়তা চালান আসছে।
রোববার (৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমাদের টিকা দরকার। বাংলাদেশ ও চীন সরকার কূটনৈতিকভাবে আলোচনা করে সম্মত হয়েছে যে, চীন আমাদের টিকা দেবে। তবে টিকা দেবে বেসরকারি সংস্থা। বেসরকারি কোম্পানি কী করে না করে সেটা তাদের সিদ্ধান্ত। তবে সেটা নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাশিয়ার সঙ্গে যৌথ উৎপাদন ও টিকা কেনার উভয় বিষয়ে চুক্তি হবে। আমরা লাইনঘাট করে দিয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয় এটা ভালো বলতে পারবে।