ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লাগে দারুণ জয় পেয়েছে আবাহনী লিমিটেড। অধিনায়ক মুশফিকুর রহিমের চমৎকার একটি ইনিংসের ওপর ভর করে ব্রাদার্স ইউনিয়নকে ৯ উইকেটে হারিয়েছে নীল-আকাশি শিবির।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ১০১ রান করে। জবাবে আবাহনী এক উইকট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
বৃষ্টির কারণে ম্যাচটি ১১ ওভারে নামিয়ে আনা হয়। আবাহনীর তরুণ বোলার তামজিম হাসান সাকিব ও আরাফাত সানির দুর্দান্ত বোলিংয়ে শতক পার হতেই ইনিংস গুটিয়ে নেয় ব্রাদার্স। গোপীবাগের দলটির পক্ষে সর্বোচ্চ সংগ্রহ জাহিদুজ্জামানের। তিনি ২৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ আলাউদ্দিন বাবুর (২৪)।
ব্রাদার্সকে এত অল্প রানে আটকে ফেলতে মূল অবদান রাখেন তামজিম হাসান সাকিব। তিনি দুই ওভারে মাত্র ৯ রান দিয়ে তিন উইকেট নেন। আরাফাত সানি ৫ রানে নেন দুই উইকেট।
আবাহনীর তিন ব্যাটসম্যানই উল্লেখযোগ্য অবদান রেখেছেন। মুনিম শাহরিয়ার ১২ বলে ২৫ রান করেন। নাঈম শেখ ২৬ বলে ৩৬ ও মুশফিক ২১ বলে হার না মানা ৩৭ রান করে দলকে দুর্দান্ত জয়ে এনে দেন।
আবাহনীর এটি টানা তৃতীয় জয়। এই জয়ের সুবাদে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। সমান ম্যাচে ব্রাদার্স তিন পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
সংক্ষিপ্ত স্কোর
ব্রাদার্স ইউনিয়ন : ১১ ওভারে ১০১/৫ (মিজানুর ২০, জুনায়েদ ২০, আলাউদ্দিন ২৪*, জাহিদুজ্জামান ২৫*; সাইফউদ্দিন ৩-০-২৪-০, আরাফাত সানি ২-০-৫-২, তানজিম সাকিব ২-০-৯-৩)।
আবাহনী: ৯.৫ ওভারে ১০২/১ (নাঈম ৩৬*, মুনিম ২৫, মুশফিক ৩৭*; হাবিবুর ২-০-১৯-১, সুজন ২-০-১৭-০, নাঈম জুনিয়র ১-০-৯-০)।
ফল: আবাহনী ৯ উইকেটে জয়ী।