চারদিকে শুধু পানি আর পানি। ঠিক যেন বন্যা কবলিত কোনো এলাকা। শনিবার (৫ জুন) মাত্র ১১১ মিলিমিটার বৃষ্টিতেই এমন দশা রাজধানীর পূর্ব রাজাবাজারসহ অধিকাংশ এলাকার।
প্লাবিত হওয়া সড়ক দিয়ে পারাপারের সময় অসহনীয় ভোগান্তি পোহাতে হয়েছে এসব এলাকার বাসিন্দাদের। বৃষ্টির পানি ঢুকে পড়েছে বসতবাড়ি ও দোকানে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিকল এসব এলাকার ড্রেনেজ ব্যবস্থা। পানি নিষ্কাশনের তেমন কোনো ব্যবস্থা না থাকায় হালকা বৃষ্টিতে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।
এদিকে আবহাওয়াবিদরা বলছেন, সামনের দিনগুলাতেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। রয়েছে বজ্রপাতের শঙ্কাও।
৮ তারিখ থেকে মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকাতেই বৃষ্টিপাত হবে বলেও পূবাভাস আবহাওয়া অধিদপ্তরের।