সরকারের সব কর্মকাণ্ডের মূলে দুর্নীতি ও লুটপাট। জলবায়ু পরিবর্তন তহবিলের অর্ধেক টাকা লুট করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার দুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিএনপির আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সরকার জনগণ দ্বারা নির্বাচিত নয় বলে জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলেও মন্তব্য করেন মহাসচিব। তিনি বলেন, দানব সরকার সবকিছু তছনছ করে দিচ্ছে। পরিকল্পিত সংগ্রামের মাধ্যমে এসব প্রতিহত করতে হবে বলে জানান তিনি।
এদিকে, অতি দ্রুত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হয়ে সংগ্রামে নেতৃত্ব দিবেন বলেও আশাবাদ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।
ইউএইচ/